যশোরে সমর্থকদের উল্লাসের মধ্যে পড়া ট্রাকে ভাঙচুর

ছবি- সংগৃহীত

যশোর শহরের ট্রাক ভাঙচুর করেছেন আর্জেন্টিনা সমর্থকেরা। এ সময় উত্তেজিত কয়েকজন গ্লাসে আঘাত করে ভাঙচুর করে। দ্রুত চালক ট্রাক নিয়ে সরে পড়েন। আজ রাত সাড়ে ১০টার দিকে দড়াটানা মোড়ে এ ঘটনা ঘটে।সরেজমিনে দেখা যায়, আর্জেন্টিনা দুটো গোল দেওয়ার পরে উল্লাসে ফেটে পড়েন সমর্থকেরা। বাঁশি বাজিয়ে সড়ক আটকে উল্লাস করতে থাকেন। এ সময় একটি ট্রাক আটকা পড়ে।

সমর্থকেরা চালকের দরজা খোলার চেষ্টা করেন। তখন চালক দ্রুত ট্রাক চালিয়ে চলে যেতে উদ্যত হলে কয়েকজন ট্রাকের চালককে নামিয়ে আনার চেষ্টা করে। চালক দুই হাত জোড় করে ক্ষমা চেয়েও শেষ রক্ষা হয়নি। এ সময় উত্তেজিত কয়েকজন ট্রাকের সামনের গ্লাসে আঘাত করে ভাঙচুর করে। চালক কোনোরকম ট্রাক নিয়ে সরে পড়েন।

কয়েকজন সমর্থক জানান, চালক কিশোর বয়সী। সে সমর্থকদের গায়ের ওপর দিয়ে ট্রাক নিয়ে চালিয়ে দেওয়ার চেষ্টা করলে কয়েকজন গ্লাস ভেঙে দেয়। এরপর ফ্রান্সের এমবাপ্পে দুই গোল শোধ দিয়ে সমতা আনলে সমর্থকদের উল্লাসে কিছুটা ভাটা পড়ে।

আরো পড়ুন :
গোল্ডেন বল মেসির, গোল্ডেন গ্লাভস মার্টিনেজের
সোমবার কোথায় কখন লোডশেডিং
বিশ্বকাপ ফুটবল খেলা কেন্দ্র করে রাত আনন্দে উত্তাল ছিল সিলেট

বিশ্বকাপ ফাইনাল খেলা উপলক্ষে যশোর শহরের বিভিন্ন মোড় বড় পর্দার আয়োজন করা হয় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা উপলক্ষে যশোর শহরের দড়াটানা মোড় ছাড়াও ঈদগাহ মাঠ, স্টেডিয়ামপাড়া, খড়কি মোড়, জেলখানা মোড়, বেজপাড়াসহ বিভিন্ন মোড়ে বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে।

ট্রাক ভাঙচুরের বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) একেএম শফিকুল আলম চৌধুরী বলেন, ‘ভাঙচুরের কোনো ঘটনা জানা নেই। তবে বিভিন্ন মোড়ে স্থানীয় ক্লাব বা সংগঠনগুলো উদ্যোগে বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে শুনেছি।

সূত্র – রাত দিন নিউজ

ডিসেম্বর ১৯.২০২২ at ১১:০৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর