সোমবার কোথায় কখন লোডশেডিং

ছবি- সংগৃহীত

জ্বালানি তেল ও বিদ্যুতের ঘাটতি কমাতে সারা দেশে এলাকাভিত্তিক লোডশেডিং চলছে। সরকারের নির্দেশনা অনুযায়ী, কোন এলাকায় কখন লোডশেডিং থাকবে সে সময়সূচি আগেই জানিয়ে দেয়া হচ্ছে। সরকারের ঘোষণা অনুযায়ী, গত ১৯ জুলাই থেকে প্রতিদিনই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় চলছে লোডশেডিং।

আরো পড়ুন:
বিশ্বকাপ ফুটবল খেলা কেন্দ্র করে রাত আনন্দে উত্তাল ছিল সিলেট
পাবনায় শহিদ পরিবারের স্মৃতিতে, যুদ্ধদিনের গল্প শীর্ষক স্মৃতিচারণ অনুষ্ঠিত 

সোমবার (১৯ ডিসেম্বর) রাজধানীর বিদ্যুৎ বিতরণ সংস্থা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) এলাকায় কোনো লোডশেডিং নেই। লোডশেডিং আছে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (ডেসকো) ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) আওতাভুক্ত এলাকায়। ইতোমধ্যে তারা লোডশেডিংয়ের তালিকা প্রকাশ করেছে। হালনাগাদ তথ্য জানার সেবা সংস্থায় ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে।

নিচের লিংকে ক্লিক করে দেখে নিন কখন কোথায় লোডশেডিং।

ডেসকো

বিআরইবি

সূত্র- সময় নিউজ

ডিসেম্বর ১৯.২০২২ at ১০:২৬:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর