পাবনায় শহিদ পরিবারের স্মৃতিতে, যুদ্ধদিনের গল্প শীর্ষক স্মৃতিচারণ অনুষ্ঠিত 

পাবনায় শহিদ পরিবারের স্মৃতিতে, যুদ্ধদিনের গল্প শীর্ষক স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় শহিদ পরিবারকে ‘প্রজন্মের অভিবাদন’ সম্মাননা দেয়া হয়। রবিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ পাবনা জেলা শাখার আয়োজনে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্ত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই শহিদদের স্মরণে দাঁড়িয়ে নিরবতা পালনের মধ্য দিয়ে শ্রদ্ধা প্রকাশ করা হয়। এরপর শহিদ পরিবারের মুখে যুদ্ধদিনের গল্পের আলোকে শহিদদের স্মৃতিচারণ করা হয়।

আরো পড়ুন :
যে কারণে কাতার বিশ্বকাপ সফল
গোল্ডেন বুট এমবাপ্পের
শ্বাসরুদ্ধকর ফাইনালে মেসির হাতে বিশ্বকাপ

সংগঠনটির সভাপতি কামরুজ্জামান রকি’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। সম্মানিত অতিথির বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শ্রী চন্দন কুমার চক্রবর্তী, শহিদ পরিবারের সদস্য রমজান আলী চাদু, রানা শেখ, মোকাররম হোসেন বিজু, রবিউল ইসলাম, রোজিনা খানম, বাবর আলী প্রমাণিক। এছাড়া আয়োজক সংগঠনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

ডিসেম্বর ১৯.২০২২ at ১০:১৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর