বিএনপির ছেড়ে দেওয়া শূন্যঘোষিত আসনে নির্বাচনের তারিখ ঘোষণা

ছবি: সংগৃহীত

রোববার (১৮ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম জানান, শূন্য পাঁচ আসনে মনোনয়নপত্র দাখিল আগামী বছরের ৫ জানুয়ারি, যাচাই-বাছাই ৮ জানুয়ারি, প্রত্যাহার ১৫ জানুয়ারি এবং ভোট অনুষ্ঠিত হবে ১ ফেব্রুয়ারি।

শূন্যঘোষিত পাঁচটি আসন হলো- চাঁপাইনবাবগঞ্জ-২, বগুড়া-৪, বগুড়া–৬, ঠাকুরগাঁও-৩, ব্রাহ্মণবাড়িয়া-২। তবে সংরক্ষিত নারী আসনে ভোটের তারিখ পরে জানানো হবে বলে জানান ইসি সচিব। এর আগে, গত ১০ ডিসেম্বর ঢাকায় গণসমাবেশ থেকে পদত্যাগের ঘোষণা দেন বিএনপির সাত সংসদ সদস্য। পরদিন ১১ ডিসেম্বর স্পিকারের কাছে সশরীরে পদত্যাগপত্র জমা দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া–৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

আরো পড়ুন:
> চৌগাছায় আবাসিক এলাকায় বহুতল ভবনে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রনে
> চৌগাছায় এসএসসি ’৯২ ব্যাচের বন্ধু রহমত ও নজরুলের স্মরণসভা অনুষ্ঠিত

তবে, বিদেশে থাকায় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ সশরীরে পদত্যাগপত্র জমা দিতে পারেননি। তিনি পরে জমা দিবেন। এদিকে ওই দিন রাতেই বিএনপির সংসদ সদস্যদের ৬টি সংসদীয় আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে সংসদ সচিবালয়।

ডিসেম্বর ১৮, ২০২২ at ১৮:০৪:০০(GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/ইমস