যেকোনো মূল্যে বিশ্বকাপ জিততে চায় আর্জেন্টিনা

৩৬ বছরের খরা সম্ভবত আজ রাতে কাটতে চলেছে আর্জেন্টিনার। ফ্রান্সকে হারানোর সব ছক তৈরি করেছেন মেসিদের গুরু লিওনেল স্ক্যালোনি। সেই ১৯৮৬ সালের পর বাইশে এসে আর্জেন্টিনা কি পারবে বিশ্বকাপ জিততে? সম্প্রতি, ২০১৪ সালে লিওনেল মেসিরা ফাইনালে উঠলেও, জার্মানির কাছে হেরে অধরাই থেকে যায় ট্রফি। এবার কোনোভাবেই হাতছাড়ি করতে চান না লিওনেল মেসি। মেসির শেষ বিশ্বকাপকে কেন্দ্র করে নতুন স্বপ্নের জাল বুনছে আর্জেন্টিনা।

রবিবার (১৮ ডিসেম্বর) রাতে ফ্রান্সকে হারিয়ে বুয়েন্স আয়ার্সে উৎসবে ভাসতে চায় দেশটি। খবর ডেইলি মেইলে। কিলিয়ান এমবাপ্পে, আঁতোয়া গ্রিজম্যানদের থামাতে অবশ্য কোনো রকম ফাঁক-ফোকর রাখতে রাজি নন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

আরো পড়ুন :
বর্তমান সরকারের আমলে সকল ধর্মের লোক শান্তিতে বসবাস করছে
ভারতের বিপক্ষে রেকর্ড জুটি গড়েও পেরে উঠলো না বাংলাদেশ
কাজিপুরে জালিয়াতি মামলায় গ্রেফতার আবু হানিফ

লিওনেল মেসিদের নিয়ে ৩ ধরনের কৌশলে অনুশীলন করিয়েছেন স্কালোনি। প্ল্যান ‘এ’, ‘বি’, ‘সি’-সব তৈরি রাখছেন তিনি। আলাদা আলাদা পরিস্থিতিতে, পৃথক পৃথক কৌশল। মহড়াতে এতটুকু ঘাটতি রাখেননি মেসিদের কোচ। পাশাপাশি স্কালোনি চেয়েছেন, প্রতিপক্ষ যেন তাদের প্রকৃত কৌশল বুঝতে না পারে।

সূত্র- ভোরের কাগজ

ডিসেম্বর ১৮.২০২২ at ১৬:৫১:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর