বিএনপির শূন্য আসনে উপনির্বাচন ১ ফেব্রুয়ারি

বিএনপির পদত্যাগে জাতীয় সংসদে শূন্য হওয়া আসনগুলোর উপনির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি ওই আসনগুলোতে ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। রোববার (১৮ ডিসেম্বর) কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় চার নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে ইসি সচিব জাহাঙ্গীর আলম জানান, এসব আসনের মনোনয়ন দাখিল আগামী বছরের ৫ জানুয়ারি, যাচাই-বাছাই ৮ জানুয়ারি। এছাড়া মনোনয়নের প্রত্যাহার ১৫ জানুয়ারি এবং ভোট অনুষ্ঠিত হবে ১ ফেব্রুয়ারি।

এর আগে গত ১৫ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার মো. আলমগীর জানিয়েছিলেন, ভোটগ্রহণ হবে ইভিএমে। সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্তের বিষয়ে আলোচনা হবে।

আরো পগুন :
ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুতে ৪ ঘন্টা টোল আদায় বন্ধ 
ঘোড়াঘাটে মোজাম পার্কে খদ্দেরসহ নারী আটক
ঘোড়াঘাটে কৃষকদের ধান বীজ ও সার বিতরণ

প্রসঙ্গত, ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে ঢাকা বিভাগীয় গণসমাবেশে জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেন বিএনপির সাত সংসদ সদস্য। পরদিন সকালে সশরীর স্পিকারের কাছে গিয়ে নিজেদের পদত্যাগপত্র জমা দেন বিএনপির ৫ সংসদ সদস্য।

তারা হলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া–৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

ডিসেম্বর ১৮.২০২২ at ১৩:২৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর