ঘোড়াঘাটে কৃষকদের ধান বীজ ও সার বিতরণ

দিনাজপুরের ঘোড়াঘাটে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মস‚চীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনাম‚ল্যে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ২০২২-২৩ অর্থ বছরে রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৮২৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনাম‚ল্যে ধান বীজ ও রাসায়নিক সার বতরণ করা হয়।

আরো পড়ুন :
অমরত্বের পথে মেসি!
ভূমি মন্ত্রীর সাথে আ’লীগের নবগঠিত কমিটির শুভেচ্ছ বিনিময়
ওরা গণতন্ত্র ধ্বংস করতে চায়: জাতীয় কমিটির সভায় শেখ হাসিনা

উপজেলা কৃষি অফিসার মো. এখলাস হোসেন সরকার জানান,এ বার চলতি মৌসুমে ১টি পৌরসভা ও উপজেলার ৪টি ইউনিয়নে ৮২৭০ জন কৃষকের মাঝে পর্যায় ক্রমে বিনাম‚ল্যে ধান বীজ ও সার বিতরণ করা হচ্ছে। অনুমোদিত অগ্রাধিকার তালিকাভ‚ক্ত ৩৫০ জনকে শুধু মাত্র ২ কেজি হাইব্রীড ধান বীজ ২১০০ জনকে উচ্চ ফলনশীল ধান বীজ ৫ কেজি,ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি করে সার বিতরণ করা হবে। এ সব বীজ ও সার পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

ডিসেম্বর ১৮.২০২২ at ১১:৪৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর