আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়

ছবি: সংগৃহীত

কদিনের ব্যাবধানে চুয়াডাঙ্গায় ফের কমেছে তাপমাত্রা। শুক্রবার সকালে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস। শনিবার (১৭ ডিসেম্বর) তা কমে দাঁড়িয়েছে নয় দশমিক তিন ডিগ্রি সেলসিয়াসে।

চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। ঠাণ্ডা বাতাসের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। শিশুসহ সব বয়সের মানুষ ডায়রিয়া, শ্বাসকষ্ট, নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে। ঠান্ডাজনিত রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। চরম ভোগান্তির শিকার হচ্ছেন খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ।

আরো পড়ুন:
> সংবিধানবিরোধী যে কোনো অপতৎপরতার বিরুদ্ধে সজাগ থাকুন: রাষ্ট্রপতি
> বিজয় দিবসের অনুষ্ঠান বর্জন করল শিবগঞ্জ আ.লীগ

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানায়, চুয়াডাঙ্গার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। প্রতিদিনই হ্রাস পাচ্ছে তাপমাত্রা। বেশ কয়েক দিন ধরে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। শনিবার সকাল নয়টায় দেশের সর্বনিম্ন তাপামাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় নয় দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস।

ডিসেম্বর ১৭, ২০২২ at ১৮:৪৯:০০(GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/ইমস