নড়াইলে মাস ব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

ড়াইলে মাস ব্যাপী ফুটবল অনূর্ধ্ব ১৬ এর প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এক মাস ব্যাপী অনূর্ধ্ব ১৬ এর প্রায় ৫০ জন ফুটবলার এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। আজ বিকাল সাড়ে ৪টায় প্রশিক্ষণের উদ্বোধন করে নড়াইল জেলা ক্রীড়া কর্মকর্তা মো. কামরুজ্জামান।

আরো পড়ুন:
> দেশীয় চালের বস্তায় ভারতীয় মোড়ক ব্যবহার, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
> চৌগাছায় সড়ক দূর্ঘটনায় প্রদীপ কুমার নামে এক ব্যক্তির মৃত্যু

এসময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট বিভাগের সাধারণ সম্পাদক মো. শামীম শিকদার, সাংস্কৃতিক কর্মী শুভ সরকারসহ প্রশিক্ষণার্থীরা। নড়াইলে ফুটবলারদের খেলার মান উন্নয়নের জন্য কিছু দিন পরপর এরকম প্রশিক্ষণের আয়োজন করা হয় বলে জানান জেলা ক্রীড়া কর্মকর্তা, তিনি বলেন, বর্তমান প্রজন্মের নতুন নতুন প্লেয়ার যাতে তৈরি হতে পারে এ জন্য আমরা ক্রীড়া অফিসের পক্ষ থেকে বছরের বিভিন্ন সময়ে ফুটবল প্রশিক্ষণের আয়োজন করে থাকি। এসময় তিনি আরও বলেন বর্তমান প্রজন্মের ছেলেদের মাদক থেকে দুরে রাখতে খেলার কোনো বিকল্প নেই।

ডিসেম্বর ১৭, ২০২২ at ১৮:০৯:০০(GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/ইমস