মহেশপুরে সড়ক দুর্ঘটনায়  দুইজন নিহত

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় সাবেক এক ইউপি সদস্য ও কলেজের এক কর্মচারি নিহত হয়েছেন। নিহতরা হলেন, মহেশপুর উপজেলার আলামপুর গ্রামের রমিজ উদ্দীনের ছেলে স্থানীয় আজমপুর ইউনিয়নের সাবেক মেম্বর আল আমিন (৩৭) ও মহেশপুর শহীদ জিয়াউর রহমান কলেজের পরিচ্ছন্ন কর্মী ও যুগিহুদা গ্রামের জালাল উদ্দীনের ছেলে আরিফুল ইসলাম (২২)।

আরো পড়ুন:
> কালিয়ায় ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টে আমাদা চ্যাম্পিয়ন
> মোটর সাইকেলের ধাক্কায় গুরুত্বর আহত অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের মৃত্যু

মহেশপুর থানার ওসি মো. শামীম উদ্দিন জানান, শুক্রবার সকালে মটরসাইকেল যোগে কলেজে যাচ্ছিলেন আরিফুল। তিনি মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌছালে পথচারি এক বৃদ্ধকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনায় পতিত হন এবং হাসপাতালে ভর্তি করা হলে মৃত্যুবরণ করেন।

এদিকে কোটচাঁদপুর পুড়াপাড়া সড়কে দুই মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত সাবেক মেম্বর আল আমিন চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকালে ঢাকার একটি হাসপাতালে মারা যান। গত ১৩ ডিসেম্বর (মঙ্গলবার) তিনি ও তার শিশু সন্তান খালিদ হাসান দুর্ঘটনায় আহত হন। আল আমিনকে প্রতমে যশোর ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ভর্তি করা হয়। শুক্রবার রাতে আল আমিনকে আলামপুর গ্রামে দাফন করা হয়।

ডিসেম্বর ১৭, ২০২২ at ১৭:০৯:০০(GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/ইমস