ঘোড়াঘাটে মেধাবী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল আলোক শিখা

দিনাজপুরের ঘোড়াঘাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছেন আলোক শিখা ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ১৭ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ১১টায় কে.সি পাইলট স্কুল মাঠে আয়োজন করা হয়। সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা সম্পর্কে আলোচনা করে সংগঠনটি।

অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ের অবঃপ্রাপ্ত প্রকৌশলী ও কবি আব্দুল হাদীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ঘোড়াঘাট পৌরসভার মেয়র আব্দুস সাত্তার মিলন, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হাসান কবির, কেসি পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান এবং ঘোড়াঘাট মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক সুজা আহম্মেদ,কৃতি শিক্ষার্থী ও অভিভাবকগণ।

আরো পড়ুন:
>ঝিনাইদহের ব্যস্ত সড়কের উপর গাছের  ডাল পড়ে আছে মাসের পর মাস
>পাবনায় পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

এ বছর ঘোড়াঘাট উপজেলা থেকে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্র্তির সুযোগ পাওয়া ৩০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করে সংগঠনটি।
অনুষ্ঠানে আমন্ত্রিত সুধী, অতিথিবৃন্দ সহ প্রায় অর্ধশত ব্যক্তি উপস্থিত ছিলেন।

ডিসেম্বর ১৭, ২০২২ at ১৬:৪৫:০০(GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/ইমস