মহান বিজয় দিবস ২০২২ উদযাপন ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

টাঙ্গাইলের কালিহাতিতে মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান উদযাপিত। ভোর ৬ ঘটিকায় কালিহাতী রামগতি শ্রী গোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ের শহীদ বেড়িতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় মহান বিজয় দিবসের অনুষ্ঠানমালা।

এ সময় পুষ্পস্তবক অর্পণ করেন কালিহাতির সংসদ সদস্য জনাব হাসান ইমাম খান সোহেল হাজারী।উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনসার আলী বি,কম উপজেলা ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজাহারুল ইসলাম তালুকদার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা।

উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হোসাইন, উপজেলা সহকারী কমিশনার( ভূমি) নাহিদ হোসেন, কালিহাতির পৌর মেয়র নুরুন্নবী সরকার, কালিহাতি থানা অফিসার্স ইনচার্জ মোল্লা আজিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা, কমান্ডার হুমায়ুন বাঙাল, সহ শতাধিক মুক্তিযোদ্ধা।

যুবলীগ নেতা সুশান্ত ঘোষ, শাওন সাহা চৌধুরী, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও, এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। পুষ্প স্তবক অর্পণের শেষে কালি হাতি উপজেলা চত্বরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল ৪ আসনের সাংসদ সদস্য জনাব হাসান ইমাম খান সোহেল হাজারী।

আরো পড়ুন :
সবারই মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশকে ভালোবাসা উচিত – এমপি প্রিন্স
বিজয় দিবসে বটিয়াঘাটা প্রেস ক্লাবের পুষ্পমাল্য অর্পন, ও আলোচনা সভা অনুষ্ঠিত
বিজয় দিবস উপলক্ষে যশোরের শার্শায়, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা

বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান জনাব আনসার আলী বি,কম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল ছালেক খোকন, প্রভাত ফেরীতে অংশগ্রহণ করেন খিলদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ।

ডিসেম্বর ১৬.২০২২ at ২০:৩৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর