যশোরে বিজয় দিবসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা

মহান বিজয় দিবস উপলক্ষে যশোরে মাধ্যমিক শিক্ষাবোর্ডসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা।

মহান বিজয় দিবস উপলক্ষে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে বিজয় স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পনের বিভিন্ন প্রতিষ্ঠানে আলোচনা সভা হয়।

যশোর শিক্ষাবোর্ডে চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবিবের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন সচিব প্রফেসর আব্দুল খালেক সরকার, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র, কলেজ পরিদর্শক কেএম রব্বানী, বিদ্যালয় পরিদর্শক সিরাজুল ইসলাম, সাবেক উপ-সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, কর্মচারি ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক রাকিব হাসান।

যশোর এম এম কলেজে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান ও শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর এস এম শফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন অনুষ্ঠানের আহবায়ক প্রফেসর শহীদুজ্জামান।

আরো পড়ুন :
>মদনে বিজয় দিবসের অনুষ্ঠানে হামলা আহত-২, আটক-১১
>শেষ বিকেলে স্বস্তির ব্যাটিং বাংলাদেশের
>ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী: বিজয় দিবসে

যশোর সরকারি মহিলা কলেজে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ। অধ্যক্ষ প্রফেসর অমল কুমার বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মিয়া আব্দুর রশিদ ও শিক্ষক পরিষদের সম্পাদক মাহাবুবুল হক খান।

যশোর সরকারি কলেজে আলোচনা সভা শেষে বৃক্ষরোপণ করেন অধ্যক্ষ প্রফেসর নার্গিস শিরীন। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক বিদ্যুৎ কুমার বিশ্বাস, কবিরুল আলম ও একেএম পলাশ। যশোর শিক্ষাবোর্ড স্কুল অন্ড কলেজে আলোচনা সভা শেষে প্রধান অতিথি হিসেবে কুইজ প্রতিযোগিতার বিতরণ করেন শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবিব। অধ্যক্ষ শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষক সাইফুদ্দিন ও আবু সাঈদ।

ডিসেম্বর ১৬.২০২২ at ১৮:৫৩:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর