পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ছবি- সংগৃহীত

মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে।বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাউদ্দিন বলেন, ভোর সাড়ে পাঁচটার দিকে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট দেখাচ্ছে।

আরো পড়ুন:
নতুন রূপে পরমব্রত -শুভশ্রী
সিনেমা ছেড়ে মদের ব্যবসায় শাহরুখ-পুত্র আরিয়ান!
অতিরিক্ত রাগ ও চিৎকার যেসব রোগের ঝুঁকি বাড়ায়

তাই দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। যাত্রী ও যানবাহন নিয়ে ইতোমধ্যে একটি ফেরি মাঝ নদীতে নোঙর করেছে। তিনি আরও বলেন, কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হব। ফেরি চলাচল বন্ধ থাকায় যেসব যানবাহন ইতোমধ্যে অপেক্ষায় আছে সেগুলোকে সিরিয়াল অনুযায়ী নদী পার করা হবে। প্রসঙ্গত, বুধবারও ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল চার ঘণ্টা বন্ধ ছিল।

ডিসেম্বর ১৫.২০২২ at ১০:৫০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর