শীতের সকাল

ঠান্ডা হাওয়া দারুণ ফাগুন মাস,
কুয়াশায় ভেজা শিশির বিন্দু ঘাস।
আধার কালো ধোঁয়া ধোঁয়া,
কুয়াশায়ে ঢেকে গেছে চারি পাশ!
পানকৌড়ি ডুবায়ে জলে আরো পাতিহাঁস।

শীতের সকাল..
বইছে ঠান্ডা হিমেল হাওয়া।
মানুষের পেটে আগুন জ্বলে,
বের হচ্ছে সাদা সাদা ধোঁয়া।
খুব সকালে কোকিল ডাকে
ডাহুক ডাকে রাতে,
পানি বিষম ঠান্ডা উপলব্ধি হয়ে দাঁতে।

শীতের হাওয়া জমাট বাধা খাবার,
খেতে হলে গরম করো আবার।

আরো পড়ুন:
রূপগঞ্জে জামায়াত-বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
চৌগাছায় প্রেসক্লাবের নির্বাচনে শেষ দিনে ১৭ প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

শীতের সকাল…
মোটা কাপড়, চাদর, জামা।
পরতে লাগে বেশ,
দোয়েল,কোয়েল,ময়না,শ্যামা,
কাক,কোকিল আর শালিক পাখির,
রুপের নাইতো শেষ ।
এলোচুলে নববধূ
রোদে শুকায় কেশ।
খেজুর গাছে রসের হাড়ি,
পিঠে পায়েস মজা ভাড়ি।
চুলার পাশে বসছে মেলা,
পিঠে খাওয়া রেশ।

ডিসেম্বর ০৯.২০২২ at ১০:২০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/ এসআর