কালীগঞ্জে ফসলি জমির মাটি কাটায় ৮০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহের কালীগঞ্জে ফসলি জমির মাটি কাটার দায়ে ৪ ব্যক্তি কে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার রায়গ্রাম ইউনিয়নের খদ‍্যরায় গ্রামে মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুল্লাহ।

তিনি জানান এ অভিযানের সময় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে। মাটি উত্তোলনকারী, জমির মালিক এবং এস্কেভেটর ও ট্রাক্টর নিয়ে আসা ঠিকাদারকে সর্বমোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ফসলি জমির মাটি কাটার বিষয়ে অপরাধ স্বীকার করেন ওই সব ব্যক্তিরা।

আরো পড়ুন:
এলপিজি একশ’ টাকা বেশিতে বিক্রি হচ্ছে যশোরে
করোনা টিকার ৪র্থ ডোজ শুরু হচ্ছে ২০ ডিসেম্বর
নবীগঞ্জে র‍্যাবের হাতে জামালপুরের প্রেমিক জুটি গ্রেফতার 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুল্লাহ আরো জানান, ফসলের জমির উপরিভাগের টপ সয়েল ফসল উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ। ইটভাটাগুলো যে মাটি কেটে নিয়ে যায়। এ মাটিকাটা অন্যায়। জমির এ মাটি কাটার কারণে ফসল উৎপাদনে বিপর্যয় নেমে আসে। ফসলি জমির টপ সয়েল রক্ষায় উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

ডিসেম্বর ০৬.২০২২ at ২০:৩৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/ এসআর