বগুড়ার গাবতলীতে প্রতিপক্ষের মারপিটে মহিলাসহ আহত-১০

বগুড়ার গাবতলীতে জমিজমার বিরোধে প্রতিপক্ষের মারপিটে মহিলাসহ কমপক্ষে ১০জন আহত হয়েছে। এদের মধ্যে ৩জনকে আশঙ্কাজনক অবস্থায় শজিমেক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার উপজেলার সুখানপুকুর ইউনিয়নের চকডওর গ্রামে। একাধিকসূত্রে জানা গেছে, উল্লেখিত চকডওর গ্রামের মৃত জোনাব আলী আকন্দের ছেলে ফিরোজ আকন্দ গত চারবছর আগে একই গ্রামের আলতাবননেছার কাছ থেকে সাড়ে ৩শতক জমি ক্রয় করে ভোগদখল করে আসছে।

কিন্তু একই গ্রামের প্রতিপক্ষরা ওই জমির মালিকানা দাবী করে গতকাল মঙ্গলবার দুপুর ১টায় দলবল নিয়ে জমি দখল করতে গেলে প্রবাসী ফিরোজ আকন্দের স্বজনরা বাধা দেয়। এতে বেঁধে যায় উভয়পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ। এতে জোনাব আলীর স্ত্রী লালবিবি (৬৫), রবিউল ইসলামের স্ত্রী রূপালী আকতার (৩০), সাজেদুর রহমানের স্ত্রী শাপলা বেগম (৩৫)।

আরো পড়ুন :
তালায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক গৃহবধু নিহত
আজ নবাবগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস
৬৫ বছর বয়সীরাও এবার হজে যেতে পারবেন: ধর্ম প্রতিমন্ত্রী

শফিউর রহমান (১৭), সোহান (১৫), রেহেনা বেগম (৭০), সৌরভ (২২), রেজাউল করিম আকন্দ (৫০)সহ মোট ১০জন আহত হয়। এদের মধ্যে লালবিবি, রূপালী আকতার ও শাপলা বেগমকে আশঙ্কাজনক অবস্থায় শজিমেক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ডিসেম্বর ০৬.২০২২ at ১৮:৩০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/ এসআর