লোকালয়ে উদ্ধার মেছোবাঘ অবমুক্ত বনে

বরগুনার আমতলীতে লোকালয় থেকে একটি মেছোবাঘ উদ্ধার করে স্থানীয়রা। পরে তালতলীর ইকোপার্ক বনে অবমুক্ত করা হয়েছে। সোমবার (০৫ ডিসেম্বর) সকালে আমতলী উপজেলার গুলিশাখালী এলাকা থেকে মেছোবাঘটি উদ্ধার করা হয়।

বন বিভাগ জানান, আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নে ১১টার দিকে আঙ্গুলকাটা এলাকায় ইসাহাক মৃধার মুরগির ফার্মে ঢুকে কয়েকটি মুরগী খেয়ে ফেলে মেছোবাঘটি। এ সময় ধাওয়া খেয়ে পাশের একটি জালে আটকা পড়ে বাঘটি। তাৎক্ষণিক স্থানীয়রা বাঘটিকে একটি খাঁচায় বন্দি করে বন বিভাগকে খবর দেন।

আরো পড়ুন:
>যবিপ্রবির সঙ্গে গুয়াহাটির এডিটিউয়ের সমঝোতা স্মারক সই
>আজ বীরগঞ্জ পাক-হানাদার মুক্ত দিবস
>গুজব ছড়িয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়ে বিভ্রান্ত করছে একটি মহল: প্রধানমন্ত্রী

পরে আমতলী বন বিভাগ মেছোবাঘটি তালতলী ইকোপার্কে অবমুক্ত করার জন্য নিয়ে আসেন। এসম তালতলী উপজেলা নির্বাহী অফিসার এসএম সাদিক তানভীর নিজে গিয়ে বনে অবমুক্ত করে আসেন। তালতলী বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, আমতলী উপজেলার গুলিশাখালী এলাকা থেকে একটি মুরগির ফার্মে মুরগি খেতে আসলে একটি মেছোবাঘ দেখতে পেয়ে স্থানীয়রা আমাদের খবর দেন।

বন বিভাগের লোকজন গিয়ে মেছোবাঘটি উদ্ধার করে নিয়ে আসে। বাঘটি উপজেলা প্রশাসনের নির্দেশনায় আমাদের তালতলী সোনাকাটা ইকোপার্ক বনে অবমুক্ত করে দেওয়া হয়েছে।

ডিসেম্বর ০৫.২০২২ at ১৭:১৬:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/ এসআর