আজ বীরগঞ্জ পাক-হানাদার মুক্ত দিবস

৬ ডিসেম্বর বীরগঞ্জ পাক-হানাদার মুক্ত দিবস। মুক্তির উল্লাসে মেতেছে বীরগঞ্জ। এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীকে হটিয়ে দিয়ে বীরগঞ্জকে মুক্ত করে। বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা মুক্ত বাতাসে উড়িয়ে দেয় স্বাধীনতার স্বপ্নে বিভোর বাঙ্গালী।

মুক্তিযুদ্ধ কালিন ৬নং সেক্টর এর ফিল্ড কমান্ডার মেজর জেনারেল (অব:) এম মাসুদুর রহমান বীর প্রতিক ও এফ এফ কমান্ডার একেএম মাহবুব উল আলমের নেতৃত্বে মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনী যৌথভাবে পাক হানাদার বাহিনীকে পরাস্ত করে। যুদ্ধে ভাঁতগাও ব্রীজ ও সুজালপুর ইউনিয়নের মদনপুরে সস্মুখ যুদ্ধে অনেক মুক্তি যোদ্ধা শহীদ হন।

আরো পড়ুন:
বুড়িগঙ্গায় মিলছে মরদেহ, অপরাধী শনাক্তে বসছে সিসি ক্যামেরা
জবিসহ বিভিন্ন স্থানে সংবাদযোদ্ধাদের উপর হামলার নিন্দা ও বিচার দাবি
নভেম্বরে মূল্যস্ফীতি কমেছে

দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সল পক্ষ হতে যৌথভাবে নিম্মরুপ কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে সকাল সাড়ে ১০ টায় উপজেলা চত্বর থেকে একটি র‌্যালী, ১০টা ৪৫ মিনিটে শহীদ মহসিন আলী এবং বুধারুর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং সাড়ে ১১টায় উপজেলা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

ডিসেম্বর ০৫.২০২২ at ১৬:৪৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/ এসআর