নারী ও শিশু নির্যাতন প্রতিরোধের লক্ষ্যে মানিকগঞ্জে মানববন্ধন

‘সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আন্তর্জাতিক নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২২ উৎযাপন উপলক্ষে মানিকগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে রবিবার (৪ ডিসেম্বর) বেলা এগারটায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জাতীয় মহিলা সংস্থার সমন্বয়ক আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় জাতীয় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো: জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সানোয়ারুল হক।

আরো পড়ুন:
ঝিনাইদহ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের ড্রাইভারকে গুলি
শার্শায় আওয়ামী লীগের দুই গ্রুপের কোন্দলে আহত ১২
জবিতে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন

মানববন্ধনে জাতীয় মহিলা সংস্থা মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি লক্ষী চ্যাটার্জী, সদস্য হোসনে আরা, বিকশিত নারী নেটওয়ার্ক মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি তাজরানা ইয়াসমিন, বার্সিকে প্রগ্রাম অফিসার রাসিদা আক্তার, ইসলামি ফাউন্ডেশনের উপ পরিচালক জামাল হোসেন, ব্রাক মানিকগঞ্জের সমন্বয়কারী ওমর ফারুক, পাশা এনজিওর নির্বাহী পরিচালক ফরিদ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

ডিসেম্বর ০৪.২০২২ at ২০:২৯:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/ এমএইচ