পাইকগাছায় বিনামূল্যে কৃষকের মাঝে সার-ধানবীজ বিতরণ

পাইকগাছায় রবি মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় গ্রাম পর্যায়ে ফসল উৎপাদন বৃদ্ধিতে বিনামূল্যে ৩ হাজার ২৫০ জন কৃষকের মাঝে হাইব্রিড ও উফসী ধানবীজ সহ রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে উপজেলা কৃষি অধিদপ্তরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।

আরো পড়ুন:
কামরুল আহসান সরকার রাসেল কে নগর পিতা হিসেবে দেখতে চায় গাজীপুরবাসী
নলছিটিতে বিএনপি ৭৯ নেতাকর্মীদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা
রাজাপুরে স্বামীর পরকিয়া প্রেমিকা নিয়ে স্ত্রীর উপরে হামলা

উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে ১টি পৌরসভা ও ১০ ইউপিতে পর্যায়ক্রমে হাইব্রিড ও উফসী ধানবীজ বিতরন শুরু হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সার-বীজ বিতরন অনুষ্ঠানে সুফলভোগী কৃষক সহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ, মো. এনামুল হক, ইয়াসিন আলী খান, এস এম মফিজুর রহমান, ডলন্টন রায়, শেখ তোফায়েল হোসেন তুহিন, মো. সিরাজউদ্দীন প্রমুখ।

ডিসেম্বর ০৪.২০২২ at ১৭:৪০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/ এমএইচ