পাইকগাছায় গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

পাইকগাছায় গলাঁয় রশিতে ঝুলন্ত অবস্থায় লামিয়া নামে এক বধু’র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক ভাবে জানা গেছে, স্বামী ও বাবার বাড়ির পারিবারিক বিরোধে শনিবার সকাল ৮ টার দিকে উপজেলার কপিলমুনির শ্যামনগরে স্বামীর বাড়ির ঘরের আড়ায় সে গলাঁয় রশিতে আত্মহত্যা করেছেন। এ সময় স্বামী তপু গোলদার কাজের সন্ধ্যানে বাড়ি থেকে বেরিয়ে পড়েন। লামিয়া তালা উপজেলার গুনা গোপালপুরের খান রুবেলের মেয়ে। দু’জনের সম্পর্ক থেকে বিবাহ হলে উভয় পরিবারে মতপার্থক্য দেখা দেয়।

আরো পড়ুন :
পাইকগাছায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত
ঈশ্বরদীতে এমপিও না হয়েও আর.এ.আর.এস. হাই স্কুল সবার শীর্ষে

এর জের ধরে এ আত্মহত্যার ঘটনা ঘটেতে পারে। খবর পেয়ে পুলিশের এএসআই মো. কায়েস মিয়া ঘটনাস্থলে পৌঁছে নিহতে’র সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে লাশের ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠিয়েছেন। এ বিষয়ে ওসি মো. জিয়াউর রহমান বলেন, প্রাথমিক ভাবে ধারন করা হচ্ছে পারিবারিক কলহ থেকে সে আত্মহত্যা করতে পারে। কি কারণেএ ঘটনা ঘটলো সে সম্পর্কে ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলেই সবকিছু পরিস্কার হবে বলে তিনি মন্তব্য করেন।

ডিসেম্বর ০৩.২০২২ at ১৮:৩৩:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দপপখ/এমএইচ