কিউআর কোডে ডিজিটাল ঘুষ

ঘুষ নিতে কিউআর কোডের ব্যবহার। ধরা পড়তেই সঙ্গে সঙ্গে সাসপেন্ড করা হল ভারতের এলাহাবাদ হাইকোর্টের এক কনস্টেবলকে। ঘুষ নেওয়ার এই অভিনব পদ্ধতি সামনে আসলে ব্যাপক সমালোচনা শুরু হয় হাইকোর্ট চত্বরে।

দি ওয়াল সরকারি দফতরে ঘুষ দেওয়া-নেওয়া আটকাতে বিভিন্ন জায়গায় একাধিক পন্থা অবলম্বন করা হয়। কিন্তু তারপরেও ঘুষ আটকানো যায় না। নিত্যনতুন পদ্ধতিতে ঘুষ দেওয়া-নেওয়া চলতেই থাকে। এবার তারই প্রমাণ মিলল এলাহাবাদ হাইকোর্টে।

মনে করা হচ্ছে, ঘুষ হিসাবে নগদ অর্থ নিলে ধরা পড়ার সম্ভাবনা বেশি থাকে। তাই অর্থের বদলে কিউআর কোড ব্যবহার করছিলেন এ কনস্টেবল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হেওয়া একটি ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তির কোমরে একটি কিউআর কার্ড গুঁজে রেখেছেন। আর সেই কোড স্ক্যান করছেন একজন আইনজীবী।

আরো পড়ুন:
বিরতি পেরিয়ে সরব হচ্ছেন জিম
যশোরে ঐতিহ্যবাহী ৩২ দলীয় হাডুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত
নেইমারের ইনজুরি নিয়ে নতুন শঙ্কা, রাতে মাঠে নামছে ব্রাজিল

এটি ভাইরাল হতেই নান আলোচনা শুরু হয় আদালত চত্বরে। হাইকোর্টের বিচারপতি অজিত কুমার পুরো ঘটনার কথা জানিয়ে চিঠি লেখেন প্রধান বিচারপতি রাজেশ বিন্দলকে। এরপরেই গোটা বিষয়টি তদন্ত করে ওই অভিযুক্ত কনস্টেবলকে সাসপেন্ড করা হয়। হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল আশিস গর্গ গত ২৯ নভেম্বর বিজ্ঞপ্তি জারি করে এ তথ্য জানিয়েছেন।

সূত্র – ভোরের কাগজ

ডিসেম্বর ০২.২০২২ at ২১:৪৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর