জবিতে প্রীতি ম্যাচে আর্জেন্টিনাকে হারালো ব্রাজিল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ভূগোল ও পরিবেশ বিভাগের আর্জেন্টিনা ও ব্রাজিল দল সমর্থনকারী শিক্ষার্থীদের মধ্যকার প্রীতি ম্যাচে ব্রাজিল দল জয়লাভ করেছে। শুক্রবার (২ ডিসেম্বর) বিকেলে কেরানীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের মাঠে এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়।

খেলায় প্রথম থেকেই আধিপত্য বিস্তার করে ব্রাজিল সমর্থকরা। খেলা শুরুর ১০ মিনিটে রাজুর গোলে এগিয়ে যায় ব্রাজিল সমর্থক দল। এরপর আর্জেন্টিনা সমর্থক দল তাদের আক্রমণ আরও শক্তিশালী করার চেষ্টা করতে করতে ১৬ মিনিটের মাথায় আরও একটি রাজুর গোল হজম করে আর্জেন্টিনা।

আরো পড়ুন:
ঘোড়াঘাটে পুলিশের পাতানো ফাঁদে মাদক ব্যবসায়ী আটকা
২৫ কোটি ডলার ঋণ দিয়েছে বিশ্বব্যাংক
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর জনসভা হবে স্মরণকালের বৃহত্তম জনসভা- তথ্যমন্ত্রী 

দুই গোল হজমের পর আর্জেন্টিনা দল চেষ্টা চালাতে থাকে গোল পরিশোধ করার। ২০ মিনিটের মাথায় একটি গোলে ব্যবধান কমায় আর্জেন্টিনা সমর্থক দলের জাহিদ। পরবর্তীতে আর কোনো গোল না হওয়ায় ব্রাজিল সমর্থক দল জয়লাভ করে।

ডিসেম্বর ০২.২০২২ at ১৯:৩০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর