বাংলাদেশ-পাকিস্তান সীমান্তে ৫,৫০০ক্যামেরা বসাচ্ছে ভারত

ছবি- সংগৃহীত

বাংলাদেশ ও পাকিস্তান সংলগ্ন ভারতীয় সীমান্তে সাড়ে ৫ হাজার নিরাপত্তা ক্যামেরা স্থাপনের পাশাপাশি ড্রোন এবং অন্যান্য নিরাপত্তা নজরদারি সামগ্রী কিনতে যাচ্ছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। এ লক্ষ্যে প্রতিবেশী দেশের কেন্দ্রীয় সরকার ইতোমধ্যেই ৩০ কোটি রুপি (প্রায় ৩.৭ মিলিয়ন মার্কিন ডলার) মঞ্জুর করেছে। ভারতের সঙ্গে পাকিস্তানের সীমান্ত রয়েছে ৩ হাজার ৩২৩ কিলোমিটার।

ভারত নিয়ন্ত্রিত জুম্মকাশ্মীরে সঙ্গে রয়েছে ১ হাজার ২২৫ কিলোমিটার এর মাঝেই রয়েছে এল ও সি, যা কিনা ৭৪০ মিলোমিটার এলাকা নিয়ে বিস্তৃত। রাজস্থানের সঙ্গে পাকসীমান্ত রয়েছে ১ হাজার ৩৭ কিলোমিটার, পাঞ্জাবের সঙ্গে রয়েছে ৫৫৩ এবং ৫০৮ কিলোমিটার সীমান্ত রয়েছে দেশটির গুজরাট রাজ্যের সঙ্গে। ভারতের গণমাধ্যমের দাবি, দীর্ঘ সাড়ে তিন হাজার কিলোমিটার সীমান্ত থাকলেও মূলত ভারত-পাকিস্তানের মধ্যে সীমান্ত নিয়ে সমস্যা ৭৪০ কিলোমিটার এলাকার মধ্যে।

আরো পড়ুন:
জাবিতে দিনব্যাপী প্রজাপতি মেলার আয়োজন
জঙ্গিদের ছিনতাইয়ের সমন্বয়ক মেহেদী ও ঈদী রিমান্ডে
ফুলবাড়ীতে ৩৩ কেজি গাঁজাসহ আটক-১, কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল জব্দ 

সীমান্তে পাকিস্তানের নজরদারির ড্রোন একটা বড় সমস্যা। সেই সমস্যা মোকাবিলায় ইতিমধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কিন্তু তা সত্ত্বেও চলতি বছর ভারত-পাক সীমান্তে ২১৮টি ড্রোন উড়তে দেখা গিয়েছে। এর মধ্যে মাত্র ১৬ টি ড্রোনকে গুলি করে ভূপাতিত করা সম্ভব হয়েছে।

অন্যদিকে পাকিস্তানের মতো বাংলাদেশ-ভারত সীমান্ত নিয়ে উদ্বেগ না থাকলেও বাংলাদেশ সীমান্ত দিয়ে নিয়মিত মাদক-অস্ত্র-মানব পাচারের সমস্যা রয়েছে বলেও মনে করছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আর সে কারণেই এ দুটো দেশের সঙ্গে থাকা সীমান্তে নজরদারি বাড়ানোর জন্য বেশি সংখ্যক নজরদারি ক্যামেরা বা সিসিটিভি স্থাপন করার উদ্যোগ নিয়েছে বলে দাবি করেছে দেশটির বিভিন্ন গণমাধ্যম।

ডিসেম্বর ০২.২০২২ at ১৭:০৩:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর