যশোরের মণিরামপুরে কাভার্ডভ্যান ঢুকে গেলো চায়ের দোকানে, নিহত ৫

যশোরে মণিরামপুরে নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়েছে কাভার্ডভ্যান। এতে নিহত হয়েছেন অন্তত পাঁচজন। শুক্রবার (২ ডিসেম্বর) সকালে মণিরামপুর উপজেলার বেগারিতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শুক্রবার সকাল ৮টার দিকে যশোর থেকে সাতক্ষীরাগামী একটি কাভার্ডভ্যান বেগারিতলা বাজারে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় কাভার্ডভ্যানটি রাস্তার পাশে হোটেল, চায়ের দোকানসহ অন্তত দশটি দোকানে আঘাত করে।

এতে চায়ের দোকানে ও হোটেলে নাস্তা করতে আসা এবং পথচারী মিলে পাঁচজন নিহত হয়। এদের মধ্যে বাবা-ছেলেও রয়েছে। এরা হলেন মনিরামপুরের বেগারিতলার হাবিবুর রহমান পচা (৪৮) ও তার ছেলে তাওশিদ হোসেন (৭)। নিহত বাকিরা হলেন একই এলাকার মীর শামছুর রহমান (৫৬), তৌহিদুর রহমান (৩৫) ও জয়পুর গ্রামের জিয়ার আলী (৪০)।

আরো পড়ুন:
অনৈতিক সম্পর্কের দায়ে জাবি সহকারী প্রক্টরকে অপসারণের দাবি
যশোরে বিনিয়োগের অনেক বেশি সুযোগ আছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী
ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ 

ওসি শেখ মো. মনিরুজ্জামান বলেন, ‘কাভার্ডভ্যানটি রাস্তা ছেড়ে অন্তত দশটি দোকানে আঘাত করেছে। এতে পাঁচজন নিহত হয়েছে। নিহতেদর মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। যানবাহন চলাচল শুরু হয়েছে।

 ডিসেম্বর ০২.২০২২ at ১০:১৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর