টাঙ্গাইলের ভূঞাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, কিণ্ডারগার্টেন পুড়ে ছাই

টাঙ্গাইলের ভূঞাপুরে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণ কাজ করেছে ভূঞাপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় ভূঞাপুর পৌর শহরের ভূঞাপুর কেন্দ্রীয় মসজিদের দক্ষিণ পাশে ভূঞাপুরের সবচেয়ে প্রাচীনতম কিণ্ডারগার্টেন ভূঞাপুর কিন্ডারগার্টেনে এ আগুন লাগার ঘটনা ঘটে। ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম এ বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।

আগুন লাগার ঘটনায় ভূঞাপুর বাজার সমবায় উন্নয়ন মার্কেটিং সোসাইটির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরজু জানান, “রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ করে পৌর শহরের ভূঞাপুর কিন্ডারগার্টেনে আগুন লাগে। পরে আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে। এরপর আগুন লাগার বিষয়টি ভূঞাপুর ফায়ার সার্ভিসকে জানানো হয়। তিনি আরো জানান, খবর পেয়ে ভূঞাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। আগুন লাগার ঘটনায় ভূঞাপুর কিন্ডারগার্টেন সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে করে প্রায় আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়ে বলে ধারণা করছি।

আরো পড়ুন:
সিলেটের জৈন্তাপুর থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
যুক্তরাজ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের সাফল্য

এ ব্যাপারে ভূঞাপুর উপজেলার ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু বলেন, “রাত সাড়ে ১০ টার দিকে হঠাৎ করে পৌর শহরের সবচেয়ে প্রাচীনতম কিণ্ডারগার্টেন ভূঞাপুর কিন্ডারগার্টেনে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি দাউদাউ করে আগুন জ্বলছে। কিছুক্ষণ পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোন জিনিস পত্র বের করার সুযোগ পাইনি। সব পুড়ে ছাই হয়ে গেছে।

এ ব্যাপারে ভূঞাপুর কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা অধ্যাপক শংকর দাস জানান, “পরিকল্পিতভাবে শিক্ষা প্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়েছে। আগুনে সব শেষ হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। এ নিয়ে ভূঞাপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে ভূঞাপুর ফায়ার সার্ভিস স্টেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম জানিয়েছেন, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার বিষয়টি তাৎক্ষণিক বলা যাচ্ছে না। তবে, ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রাপাত ঘটতে পারে।

নভেম্বর ৩০.২০২১ at ১৬:৩৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর