আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল

ব্যক্তিশ্রেণির আয়করদাতাদের রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ল। তার মানে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা। বুধবার (৩০ নভেম্বর) এনবিআরের সম্মেলন কক্ষে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম সময় বাড়ানোর এ ঘোষণা দিয়েছেন।

আগের ঘোষণা অনুযায়ী রিটার্ন দাখিলের শেষ দিন ছিল ৩০ নভেম্বর পর্যন্ত। এদিকে জাতীয় আয়কর দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে ব্যবসায়ীসহ অংশীজনদের দাবির মুখে সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। ৩১ ডিসেম্বরের পর আর সময় বাড়ানো হবে না।

আরো পড়ুন :
কালীগঞ্জে যুবলীগ নেতা নিহত, নেপথ্যে  নারী মাদক ও জুয়ার আসর নিয়ন্ত্রন
শত্রুদেশের ড্রোন দমনে নতুন ‘অস্ত্র’ ভারতীয় সেনার হাতে

তিনি আরও জানান, ২৯ নভেম্বর পর্যন্ত ২২ লাখ করদাতা আয়কর রিটার্ন জমা দিয়েছেন, যা গত বছরের একই সময়ের চেয়ে ৩৫ শতাংশ বেশি। এনবিআর চেয়ারম্যান বলেন, জাতীয় বাজেটে যে পরিবর্তন আনা হয়েছে, তাতে আমি বিশ্বাস করি এ বছর বেশিসংখ্যক করদাতা তাদের আয়কর রিটার্ন জমা দেবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী।

নভেম্বর ৩০.২০২১ at ১৩:৫২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর