১০ টাকায় টিকিট কেটে চোখ দেখালেন প্রধানমন্ত্রী

রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নিচতলায় বহির্বিভাগের টিকিট কাউন্টারে সাধারণ রোগীর মতো ১০ টাকায় টিকিট কেটে চোখের ডাক্তার দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার সকাল ৮টায় তিনি চোখের ডাক্তার দেখান।

এসময় হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফা প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। বহির্বিভাগের নার্স, রোগী ও হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী।

আরো পড়ুন:
টিপু-প্রীতি হত্যার তদন্ত প্রতিবেদন ১১ জানুয়ারি
৩০০ লিটার চোলাই মদ ধ্বংস করলো ঘোড়াঘাট থানা পুলিশ
মহেশপুরে ক্লিনিক মালিকের ভুল অপারেশনে মৃত্যুশয্যায় কলম বিশ্বাস

প্রধানমন্ত্রী হাসপাতাল ত্যাগ করার সময় বহির্বিভাগের নার্স, রোগী ও হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কুশল বিনিময় করেন। অন্যান্য রোগীদের চিকিৎসার বিষয়ে খোঁজ-খবর নেন ও তাদের সঙ্গে ছবি তোলেন।

নভেম্বর ২৯.২০২১ at ১৪:৫৬:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর