৩০০ লিটার চোলাই মদ ধ্বংস করলো ঘোড়াঘাট থানা পুলিশ

দিনাজপুরের ঘোড়াঘাটে জব্দ ৩০০লিটার দেশীয় তৈরী চোলাই মদ ধ্বংস করলো থানা পুলিশ। ২৮ নভেম্বর সোমবার দুপুরে থানা চত্তরে এ সব চোলাই মদ ধ্বংস করা হয়। গত ১৩ নভেম্বর পৌরএলাকার শ্যামপুর টিএনটি মিশন মোড় থেকে থানা পুলিশের অভিযানে এসব উদ্ধার করা হয়েছিল।

উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মাহমুদুল হাসানের উপস্থিতিতে এ সব চোলাই মদ ধ্বংস করেন থানা পুলিশ। এ সময় উপস্থিত ছিলেন ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আবু হাসান কবির এবং এ সআই তপন দাস গুপ্ত। ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ ওসি আবু হাসান কবির বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে আমরা এই কার্যক্রম করেছি। এই ধারা অব্যহত থাকবে।

আরো পড়ুন:
মহেশপুরে ক্লিনিক মালিকের ভুল অপারেশনে মৃত্যুশয্যায় কলম বিশ্বাস
সরকার শিক্ষা ব্যবস্থা উন্নয়নে কাজ করে যাচ্ছে – এমপি প্রিন্স
বেনাপোলে মাদক সহ তিন কারবারি আটক

যে কোনো ম‚ল্যে আমরা মাদকমুক্ত রাখতে বদ্ধপরিকর। উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মাহমুদুল হাসান বলেন,মাদকের কু-প্রভাবের ফলে দেশের আর্থ সামাজিক পরিস্থিতির অবনতি ও ম‚ল্যবোধের অবক্ষয়সহ সামগ্রিকভাবে মানুষের জীবনে এর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ে থাকে। এ অবস্থা হতে উত্তরণের নিমিত্তে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা আমাদের সকলের সামাজিক ও নৈতিক দায়িত্ব।

নভেম্বর ২৯.২০২১ at ১৪:৩৩:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর