গাবতলীতে ফারুক চেয়ারম্যানের পাল্টা সংবাদ সম্মেলন

বগুড়ার গাবতলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহম্মেদ গতকাল সোমবার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন। পাল্টা সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান ফারুক তার লিখিত বক্তব্যে বলেন, বিগত ১০মাস আগে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাই। এরপর থেকে মাত্র কয়েকটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এসব উন্নয়ন প্রকল্পের সভাপতি ছিলেন ইউপি সদস্যরাই।

আরো পড়ুন:
ডায়াবেটিস আক্রান্ত পুরুষ রোগীদের মধ্যে ৬৩ শতাংশের পুরুষত্বহীনতা হয়
গলাচিপা প্রশাসনের বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত।

অথচ কিছুসংখ্যক ইউপি সদস্য অতিরিক্ত সুবিধা না পেয়ে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা অভিযোগ এনে গত ২৭নভেম্বরে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইউপি সচিব হেলাল হাফিজ, সাবেক ইউপি সচিব এনামুল হক, ইউপি সদস্য রেজাউল করিম রেজ্জাক, ফেরদৌসী বেগম, আশরাফ আলী, স্বপন প্রামানিক, উদ্যোক্তা রেজাউল করিম, স্থানীয় গণ্যমান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোলাম রহমান, খোরশেদ আলম বাবলু, এনামুল হক, পলাশ, ওহিদুলসহ আরো অনেকে।

নভেম্বর ২৮.২০২১ at ১৯:৫৯:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এমএইচ