মাছের খাবার সরবরাহে মিলল ৪৩ কেজি গাঁজা

ছবি: সংগৃহীত

রোববার (২৮ নভেম্বর) রাতে সোনারগাঁ উপজেলার মেঘনা টোল প্লাজা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি ট্রাক তল্লাশি করে গাঁজার চালানসহ ওই যুবককে আটক করা হয়। আটক যুবকের নাম জুয়েল (২৭)। তিনি কুমিল্লার সদরের আলেখারচর বিশ্বরোড এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।

আরো পড়ুন:
যশোর বোর্ডে পাসের হার ৯৫.১৭%, জিপিএ-৫ পেয়েছে ৩০,৮৯২

অভিযানের নেতৃত্ব দেয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ বিল্লাল হোসেন সোমবার (২৮ নভেম্বর) দুপুরে সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাছের খাবার সরবরাহের আড়ালে কুমিল্লা থেকে বিপুল পরিমাণ মাদকের চালান নিয়ে একটি ট্রাক নারায়ণগঞ্জের উদ্দেশ্যে আসছিল। সংবাদ পেয়ে মধ্যরাতে সোনারগাঁয়ের মেঘনা টোলপ্লাজা এলাকায় পুলিশের চেকপোস্ট বসানো হয়। রাত ২টায় ট্রাকটি টোলপ্লাজা অতিক্রম করার সময় পুলিশের চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা করে।

এ সময় পুলিশ তাকে আটক করে ট্রাকে তল্লাশি চালায়। এক পর্যায়ে ট্রাকে থাকা মাছের খাবারের অনেকগুলো বস্তার মধ্যে ছয়টি বস্তা থেকে ৪৩ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দ করা গাঁজার আনুমানিক মূল্য ৮ লাখ ৬০ হাজার টাকা।

নভেম্বর ২৮, ২০২২ at ১৫:৫৪:০০(GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/ইমস