তিউনিশিয়াকে ১-০ গোলে হারিয়ে আশা বাঁচিয়ে রাখলো অস্ট্রেলিয়া

ছবি: সংগৃহীত

ফ্রান্সের কাছে ৪-১ গোলের পরাজয় দিয়ে কাতার বিশ্বকাপ শুরু করা অস্ট্রেলিয়া নিজেদের দ্বিতীয় ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়ালো। শনিবার (২৬ নভেম্বর) কাতারের আল জানুব স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপের ম্যাচের প্রথমার্ধে দেওয়া গোলে তিউনিশিয়াকে হারিয়ে সেই আশা বাঁচিয়ে রাখলো তারা। ম্যাচের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে খেলে দুই দল। খেলার ২৩তম মিনিটে মিচেল ডিউকের গোলে ১-০তে এগিয়ে যায় অস্ট্রেলিয়া।

আরো পড়ুন:
গুচ্ছ ভূক্ত ইবির দ্বিতীয় মেধাতালিকার ভর্তি শেষে আসন খালি ১৩২৬

প্রধমার্ধে আর কোনো গোল হয়নি। বিরতির পর গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে তিউনিশিয়া। অনেক চেষ্টা করেও সেই গোল আর পরিশোধ করতে না পারায় ১-০ গোলের জয়ে ম্যাচ শেষ করে অস্ট্রেলিয়া।অস্ট্রেলিয়ার এই জয়ে জমে উঠেছে ডি গ্রুপের লড়াই। ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান এখন টেবিলের দুই নম্বরে। প্রথম ম্যাচে বড় জয়ে গ্রুপের শীর্ষে ফ্রান্স। দুই ম্যাচে এক পয়েন্ট নিয়ে তলানিতে পড়ে আছে তিউনিশিয়া।

নভেম্বর ২৬, ২০২২ at ২১:১৫:০০(GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/ইমস