পাইকগাছায় মতুয়া সম্মেলনে ভারতীয় সহকারী হাই কমিশনার ইন্দ্রজিৎ

পাইকগাছায় হাজারো মতুয়া ভক্তদের উপস্থিতিতে ভারতীয় সহকারী হাই কমিশনার ইন্দ্র জিৎ সাগর বলেছেন,ভারত-বাংলাদেশের মানুষের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের ও অভিন্ন আত্মার সম্পর্ক । শুক্রবার সন্ধ্যায় উপজেলার খালিয়ারচক হরিগুরু-গোপাল চাঁদ সেবাশ্রমে ২৫-২৭ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য ৩ তিনব্যাপী দক্ষিন-পশ্চিম আঞ্চলিক মহা সম্মেলনের উদ্বোধনকালে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ কথা বলেন।

পাশ্ববর্তী অন্য দেশের চেয়েও বাংলাদেশ ও ভারতের মধ্যে সবচেয়ে বেশী ৪৩শ কিঃ মিটার সিমান্ত রেখার কথা উল্লেখ তিনি আরোও বলেন, বংশ পরস্পর ধর্মীয় বন্ধন,শিক্ষা সংস্কৃতি,চিকিৎসা সেবা সহ দু’শের মধ্যে যোগাযোগ ব্যবস্থা, ব্যবসা-বানিজ্য সম্প্রসারন বৃদ্ধি পেয়েছে। পারস্পরিক সফরে দু’দেশের প্রধানমন্ত্রীর মধ্যে সুসম্পর্ক তৈরী হয়েছে।

আরো পড়ুন:
তাড়াইল সদর ইউনিয়ন ভূমি অফিসে লোকবল সংকটে জনদুর্ভোগ

আয়োজক কমিটির সভাপতি মতুয়াচার্য্য শিবপদ মন্ডলের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বিশেষ অতিথি’র বক্তব্যে পরম আর্শীবাদক মহা-মতুয়াচার্য্য শ্রী সুব্রত ঠাকুর ও ভারতের শিক্ষারত্ম পদ্মশ্রী পদকে ভূষিত কাজী মাসুদ আক্তার বলেন, মতুয়া মতাদর্শ, ধর্ম দর্শন জাত-পাতের বেড়াজালের উর্ধে ও খুবই সহজ সরল। মতুয়া প্রেমের ভক্তি ও ভালো বাসায় মানুষকে সহজে কাছে টেনে ঐক্যের বন্ধনে আবদ্ধ করে।

যুগের পর যুগধরে এ মতাদর্শের প্রচার-প্রসার ঘটায় বাংলাদেশও ভারত সহ বিশ্বে মতুয়া ভক্তদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কিন্তু মাঝে মধ্যে দু’দেশে ধর্মের নামে সাম্প্রদায়িক অপশক্তি জাত-পাতের উন্মাদনা ছড়িয়ে সুসম্পর্ক নষ্ট করার চেষ্টা করে থাকেন।

কিন্তু এখানে রহিম-করিম বা ওপারে সাধন-মোহনরা তা প্রতিহত করে একে অপরের পাশে দাঁড়ান। শ্রীধাম লক্মীখালীর মতুয়াচর্য্য শ্রী সাগর সাধু ঠাকুরের পরিচালনায় সম্মেলনে আরোও বক্তব্য রাখেন, ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপি’র সংস্কৃতি মোর্চার যুগ্ম সম্পাদক শ্রীমতি দেবরতী মিত্র, খুলনা জেলা পরিষদ সদস্য রবিউল ইসলাম রবি,জেলা পূজা উদযাপন পরিষদের নেতা রতন মিত্র, মতুযাচার্য্য ধ্রবজ্যোতি সহ অনেকে। এ সম্মেলন উপলক্ষে ধর্মীয় আলোচনা সভা, দীক্ষাদান, প্রসাদ বিতরন, ধর্মীয় যাত্রাপালা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

নভেম্বর ২৬, ২০২২ at ২০:০৭:০০(GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/ইমস