ভূঞাপুরে ৭০ বছরের বৃদ্ধকে পিটিয়ে দুই হাত ভেঙে দিল দুর্বৃত্তরা

টাঙ্গালের ভূঞাপুর উপজেলার রাজাপুর গ্রামের নায়েব আলী নামে ৭০ বছরের এক বৃদ্ধকে পিটিয়ে দুই হাত ভেঙে দেয় স্থানীয় প্রভাবশালী কয়েকজন দূর্বৃত্ত। শনিবার (২৬ নভেম্বর) জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভোর বেলা উপজেলার কুঠিবয়ড়া বাজারের কাছে একা পেয়ে একই গ্রামের তালেব মন্ডলের ছেলে দুলাল, আব্দুর গফুরের ছেলে জুয়েল, নিশান শেখের ছেলে আল আমিনসহ আরো ৩/৪জন দুর্বৃত্ত কুঠিবয়ড়া বাজার থেকে যাওয়ার সময় পথ রোধ করে দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা করে দুইহাত ভাঙাসহ শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখম করে চলে যায়।

আরো পড়ুন :
প্রেসক্লাব চৌগাছা নির্বাচনে তফসিল ঘোষনা ভোট ২৪ ডিসেম্বর শনিবার

তাকে মারাত্মক আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে ভূঞাপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থা খারাপ হলে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। জানা যায় দীর্ঘদিন যাবৎ উভয় পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছে। তারই ধারাবাহিকতায় শনিবার এই হামলার ঘটনা ঘটে।আহতের নিকট আত্মীয় কুঠিবয়ড়া গ্রামের আব্দুল আলীম জানান, এ ব্যাপারে টাঙ্গাইল কোর্টে মামলা করার প্রস্তুতি চলছে।

নভেম্বর ২৬.২০২১ at ১৭:৫৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মহম/এমএইচ