উত্তরা ৫ নম্বর সেক্টরে বার হাউজে এসি বিস্ফোরণের চারজন আহত।

উত্তরা ৫ নং সেক্টরের ২ নং রোডের ৪৯  নং হাউজের লিজেন্ড চিপ  নামে একটি বারে আজ সকাল ৮;৩০ মিনিটে এসি বিস্ফোরণের ঘটনা ঘটে।উক্ত ঘটনায় চারজন আহত হন। বারটির মালিক মাহবুবুর রহমানের  পাত্তা মেলেনি বারে। ম্যানেজার তাহের বলেন বারে কর্মরত ৪ জন আহত হন।
আহতদের  দ্রুত আশেপাশের হাসপাতালে পাঠানো হয়। প্রত্যক্ষদর্শী আলামিন নামে একজন লোক বলেন বিস্ফোরণের বিকট শব্দে আমরা দৌড়ে এসে দেখতে পাই আহতদের  আত্মচিৎকার।
এলাকাবাসী এবং সেক্টর এর বাসিন্দারা জানান উত্তরা পশ্চিম থানা এলাকায় এইরকম অজস্র অনুমোদন এবং অনুমোদন বিহীন বার রয়েছে । প্রায় সময়ই এই সকল বার গুলোতে মাতলামির পাশাপাশি অনৈতিক কার্যকলাপ ও তাস জুয়ারও আসর বসে। কিন্তু প্রশাসনের কর্তা ব্যক্তিরা দেখেও না দেখার ভান করছেন যেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি বলেন সেক্টরে কতগুলো বার রয়েছে তা থানা পুলিশের হিসাবের খাতায় অংক ঠিকই জানা আছে । এদের ব্যাপারে কোন পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসন ইচ্ছুক নয়। কেননা এরা সমাজের বড় বাবু। রাগ হলে পোষ্টিং হতে পারে। পথচারীরা বলেন এসিগুলো লাগানোর পর থেকে জীবনেও আর সার্ভিসিং বা মেরামত করার প্রয়োজন উপলব্ধি করেনি কর্তৃপক্ষ

নভেম্বর ২৬.২০২১ at ১৭:১৬:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মরইম/এমএইচ