প্রথম লাল কার্ড দেখলেন ওয়েলসের গোলরক্ষক

বৃহস্পতিবার রাত পর্যন্ত গ্রুপ লিগের ১৬টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। কড়া ফাউল হয়েছে। ফুটবলাররা ধাক্কাধাক্কিতেও জড়িয়ে পড়েছেন। রেফারির পকেট থেকে একগুচ্ছ হলুদ কার্ড বার হলেও একটাও লাল কার্ড বার হয়নি। অবশেষে ১৭ তম ম্যাচে এসে প্রথম রেফারির পকেট থেকে লালকার্ড বার হল। চলতি বিশ্বকাপে প্রথম খেলোয়াড় হিসেবে লালকার্ড দেখলেন ওয়েলসের গোলকিপার ওয়েন হেনেসি। আর বিশ্বকাপের ইতিহাসে হেনেসি তৃতীয় গোলকিপার হিসেবে লাল কার্ড দেখলেন। শুক্রবার আহমাদ বিন আলি স্টেডিয়ামে ইরান–ওয়েলস ম্যাচে বক্সের বাইরে এসে ফাউল করার জন্য তাঁকে লালকার্ড দেখান রেফারি।

বৃহস্পতিবার রাত পর্যন্ত গ্রুপ লিগের ১৬টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। কড়া ফাউল হয়েছে। ফুটবলাররা ধাক্কাধাক্কিতেও জড়িয়ে পড়েছেন। রেফারির পকেট থেকে একগুচ্ছ হলুদ কার্ড বার হলেও একটাও লাল কার্ড বার হয়নি। অবশেষে ১৭ তম ম্যাচে এসে প্রথম রেফারির পকেট থেকে লালকার্ড বার হল। চলতি বিশ্বকাপে প্রথম খেলোয়াড় হিসেবে লালকার্ড দেখলেন ওয়েলসের গোলকিপার ওয়েন হেনেসি। আর বিশ্বকাপের ইতিহাসে হেনেসি তৃতীয় গোলকিপার হিসেবে লাল কার্ড দেখলেন। শুক্রবার আহমাদ বিন আলি স্টেডিয়ামে ইরান–ওয়েলস ম্যাচে বক্সের বাইরে এসে ফাউল করার জন্য তাঁকে লালকার্ড দেখান রেফারি।

আরো পড়ুন:
যশোরে বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু 

ওয়েলসের বিরুদ্ধে ম্যাচের শেষদিকে জাঁকিয়ে বসেছিল ইরান। একের পর এক আক্রমণ তুলে নিয়ে আসছিল ওয়েলসের বক্সে। ম্যাচের ৮৬ মিনিটে ইরানের মেহদি তারেমি ওয়েলসের রক্ষণ ভেঙে ওয়েলসের গোলের দিকে এগিয়ে যাচ্ছিলেন। বিপদের গন্ধ পেয়ে হেনেসি বক্সের বাইরে বেরিয়ে আসেন। হেনেসি গতিতে তারেমির কাছে হেরে যান। তাঁর আগেই তারেমি বলের কাছে পৌঁছে যান। বল ধরে তারেমি এগিয়ে যাওয়ার চেষ্টা করতেই হেনেসি তাঁকে ফাউল করেন। ম্যাচের রেফারি মারিও এসকোবার ফাউলের জন্য প্রথমে হেনেসিকে হলুদ কার্ড দেখান। কিন্তু ‘‌ভিএআর’‌–এর সাহায্য নিয়ে তিনি তাঁর প্রাথমিক বদলে হলুদ কার্ডের পরিবর্তে রেনেসিকে লাল কার্ড দেখান। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নটিংহ্যামের খেলোয়াড় হেনেসি বিশ্বকাপ ইতিহাসে তৃতীয় গোলকিপার যিনি লালকার্ড দেখলেন।

এর আগে ২০১০ বিশ্বকাপে উরুগুয়ের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার গোলকিপার ইতুমিলেং লালকার্ড দেখেছিলেন। তিনিই ছিলেন বিশ্বকাপের ইতিহাসে প্রথম লালকার্ড দেখা রেফারি। এরপর ১৯৯৪ সালে নরওয়ের বিরুদ্ধে লাল কার্ড দেখেছিলেন ইতালির গোলকিপার জিয়ানলুকা পাগলিউকা। হেনেসির লালকাড দেখার পর আক্রমণভাগের ফুটবলার অ্যারন র‌্যামসেকে তুলে নিয়ে দ্বিতীয় গোলকিপার ড্যানি ওয়ার্ড বিডইন স্টিকসকে মাঠে নামান ওয়েলস কোচ রব পেজ। হেনেসি লালকার্ড দেখায়া ১০ জনে পরিণত হয় ওয়েলস। আর সেই সুযোগটা লুফে নেন ইরানি ফুটবলাররা। একের পর এক অতর্কিত আক্রমণের মাধ্যমে অতিরিক্ত সময়ে দু’‌গোল করে ২-০ গোল ব্যবধানে জয় নিশ্চিত করে এশিয়ান দলটি।

ডিসেম্বর ২৫.২০২১ at ২১:০০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর