বিএনপির তলা ফেটে গেছে: নৌ প্রতিমন্ত্রী

দেশের অর্থনীতি তলানিতে যায়নি, বিএনপির তলা ফেটে গেছে’ বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। দেশের অর্থনীতি তলানিতে গেছে’ বিএনপি মহাসচিবের এমন বক্তব‍্যের প্রতিবাদে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ঢাকায় এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, একটা সময় সমুদ্রে আমাদের কোন অধিকার ছিল না। সমুদ্র যেতে হলে ভারত এবং মিয়ানমারের অনুমতি নিয়ে যেতে হতো। এখন শেখ হাসিনার নেতৃত্ব বাংলাদেশ সমুদ্র জয় করেছে। সমুদ্রের বুকে নতুন নতুন চর জেগে আরেকটি বাংলাদেশ তৈরি হচ্ছে। সমুদ্রের সুনিল অর্থনীতি বাংলাদেশকে ধনী দেশে পরিনত করবে।

আরো পড়ুন:
পানির দরে শিল্প প্রতিষ্ঠান বিক্রি করে দিবো না

প্রতিমন্ত্রী বলেন, কোনো ধরনের ভয়ভীতি দেখিয়ে দেশের অগ্রগতি থামানো যাবে না। শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাব। তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে পথ চললে কোনো বাধা আমাদের সামনে দাঁড়াতে পারবে না। সব বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যাব। খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ নেত্রী যখন পদ্মা সেতুর সম্ভাবনা দেখলেন, তখন থেকেই ষড়যন্ত্র শুরু হয়। কিন্তু পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে এসব অপচেষ্টা ভেস্তে দিয়েছেন।

ডিসেম্বর ২৫.২০২১ at ১৯:১২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর