গোড়ালি মচকে গেছে, নেইমারের বিশ্বকাপ কি শেষ?

সার্ভিয়ার বিপক্ষে দুর্দান্ত এক জয়ে কাতার বিশ্বকাপ শুরু করেছে ব্রাজিল। মিশন হেক্সার যাত্রা ভালো হওয়ায় আনন্দিত দলটির সমর্থকরা। কিন্তু এর মধ্যে তাদের চিন্তা বাড়াচ্ছে নেইমার জুনিয়রের ইনজুরি। দলের সবচেয়ে বড় এই তারকা মাঠ ছেড়েছেন চোটের অস্বস্তিতে নিয়ে। বিশ্বকাপে এখন অবধি সবচেয়ে বেশি ফাউলের শিকার হয়েছেন তিনি। পরে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, গোড়ালিতে চোট পেয়েছেন নেইমার।

আরো পড়ুন:
লালপুরে ইমো প্রতারক চক্রের ৭ সদস্য আটক

এর একটি অংশ বেশ ফুলে থাকতেও দেখা যায়। আসলে কী হয়েছে তার? ম্যাচের পরই এ নিয়ে আপডেট দিয়েছেন ব্রাজিলের দলের ডাক্তার রদ্রিগো লাসমার। রেডিও ইতালানিয়াতে তিনি পরামর্শ দিয়েছেন ধৈর্য ধরার। নেইমারের বিশ্বকাপ শেষ কি না এ নিয়েও স্পষ্ট করে বলেননি কিছু।

রদ্রিগো বলেছেন, ‘নেইমার তার ডান গোড়ালি মচকে ফেলেছে আর এটা এখনই কিছুটা ফুলে আছে। এখন গুরুত্বপূর্ণ হচ্ছে ও কীভাবে প্রতিক্রিয়া দেখায়। আমরা ইতোমধ্যেই চিকিৎসা শুরু করেছি। আমাদের শান্ত থাকতে ও ধৈর্য ধরতে হবে। এখনই বলা যাচ্ছে না তার বিশ্বকাপ শেষ কি না। আপনাদের শান্ত থাকতে হবে আর দেখতে হবে কীভাবে মূল্যায়ন হয়।

ডিসেম্বর ২৫.২০২১ at ১১:৪৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর