প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে লালানগর আ. লীগের বর্ধিত সভা

আগামী ৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম আগমন উপলক্ষে রাঙ্গুনিয়ার ১৫ নং লালানগর ইউনিয়ন আ. লীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আ. লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মো শামসুল আলম তালুকদারের সভাপতিত্বে ও মীর গোলাম মোস্তফা বাবুলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, রাঙ্গুনিয়া পৌর মেয়র শাহাজান শিকদার। প্রধান বক্তা ছিলেন, উত্তর জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব খালেদ মাহমুদ। সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক ইঞ্জি: সামশুল আলম তালুকদার, ধর্ম বিষয়ক সম্পাদক মো জসিম উদ্দিন তালুকদার, প্রচার সম্পাদক ইমরুল করিম রাশেদ, ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, সাবেক চেয়ারম্যান মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন।

আরো পড়ুন:
সরকারি বই বিক্রি ও অনৈতিক কাজে ধরা পড়াতে দুই শিক্ষকের বিচার চান এলাকাবাসী

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মঈন উদ্দিন তালুকদার, খুরশিদা বেগম, মাহমুদুল হাসান, নাজিম উদ্দীন মেম্বার, আব্দুস সালাম, ইলিয়াস কাঞ্চন তৌহিদ বিন তাহের প্রমূখ। সভায় প্রধান অতিথি আলহাজ্ব শাহাজাহান শিকদার বলেন, আগামী ৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রামের জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে হবে। তাই আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সুসংগঠিত হয়ে জনসভাকে সফল করতে হবে।

বিশেষ বক্তা খালেদ মাহমুদ বলেন, আগামী ৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রামের এই জনসভা হবে নির্বাচনী জনসভা। তার জনসভার মধ্যে দিয়ে প্রমান মিলবে চট্টগ্রামের মানুষ শেখ হাসিনার সাথে রয়েছে। সবাই সুসংগঠিত হয়ে জনসভায় অংশগ্রহণ করে দেশের মানুষকে বুঝিয়ে দিতে হবে বাংলাদেশ আ’লীগের সভানেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জনপ্রিয়তায় সবার উর্ধ্বে। প্রধানমন্ত্রীর এই জনসভাকে জনসমুদ্রে পরিনত করতে প্রতিটি ওয়ার্ড এবং ইউনিয়নের নেতৃবৃন্দদের সম্পৃক্ত করে জনসভায় যোগদান করার জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। এসময় লালানগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ডিসেম্বর ২৫.২০২১ at ১০:৪৯:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর