রিচার্লিসনের জোড়া গোলে ব্রাজিলের উড়ন্ত সূচনা

নান্দনিক ফুটবল খেলে ২-০ গোলে সার্বিয়াকে হারিয়েছে তিতের ব্রাজিল। ৯০ মিনিট ধরে ছন্দময় ফুটবল খেলে সার্বিয়ার রক্ষণভাগকে রীতিমত নাস্তানাবুদ করে রাখে নেইমাররা। যদিও শেষের দিকে কয়েকটি আক্রমণ করে সার্বিয়া। তবে অতিরিক্ত ৭ মিনিটেও কোনো গোল পরিশোধ করতে না পেলে হার দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করলো ইউরোপের এই দেশটি। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১টায় লুসাইল স্টেডিয়ামে শুরু হয়েছিল ম্যাচটি।

আরো পড়ুন:
আজকের খেলার ফিক্সচার

প্রথমার্ধে ঠিক ব্রাজিল তেমনভাবে নিজেদের মেলে ধরতে না পারলেও দ্বিতীয়ার্ধে নেইমারদের দেখে মনে হওয়াটাই স্বাভাবিক তিতের এই দল বিশ্বচ্যাম্পিয়ন হবার দাবি রাখে। রিচার্লিসনের অসাধারণ দুটি গোল চোখে লেগে থাকার মতোই ছিল। রিচার্লিসনের নান্দনিক জোড়া গোলে ২-০ ব্যবধানে সার্বিয়াকে হারিয়ে ফেবারিটের মতোই বিশ্বকাপ মিশন শুরু করলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ডিসেম্বর ২৫.২০২১ at ১০:২৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর