ক্যামেরুনকে হারালো সুইজারল্যান্ড

সুইজারল্যান্ড ও ক্যামেরুন খেলায় বিরতি থেকে ফিরে ৪৮ মিনিটে গোলের দেখা পেয়েেই গোলটি করেন বেরিল এমবোলো। এ সময় ডানদিক থেকে তাকে বল বাড়িয়ে দেন জারদান শাকিরি। বক্সের সামনে এমবোলো পেয়েই জোরালো শট নেন। বল জালে জড়ায়। এতে ১-০ গোলের ব্যবধানে জয়লাভ করেছে সুইজারল্যান্ড। আজ বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হয়েছে ম্যাচটি। প্রথম ম্যাচ জিতে বিশ্বকাপ শুভসূচনা করলো সুইজারল্যান্ড।

ম্যাচের শেষ দিকে গোলের সুযোগ তৈরি করলেও তা ক্যামেরুন ডিফেন্ডারের গায়ে লেগে প্রতিহত হয়। শেষ পর্যন্ত আর কোন গোল না হলে ১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সুইজারল্যান্ড। অন্যদিকে সুইসরা গোলপোস্টের দিকে শট নেয় ৩টি। তার একটিও অন টার্গেটে ছিল না। ৩৬ মিনিটের মাথায় ম্যাচের প্রথম হলুদ কার্ড হয়।

আরো পড়ুন:
নবীগঞ্জে বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম (বি,এন,জে,এফ) এর পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ক্যামেরুনের কলিন্স ফেই সুইজারল্যান্ডের এলভেদিকে ফাউল করে কার্ড দেখেন। ফিফা র‌্যাংকিংয়ে সুইজারল্যান্ড রয়েছে ১৫তম অবস্থানে। অন্যদিকে আফ্রিকার সিংহ হিসেবে খ্যাত ক্যামেরুন আছে ৪৩তম অবস্থানে ফিফা র‌্যাংকিংয়ের। তবে বিশ্বকাপে দুদলেরই সেরা সাফল্য কোয়ার্টার ফাইনালে খেলা।

ডিসেম্বর ২৪.২০২১ at ২০:০০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর