যশোর মেডিকেল কলেজ ৫০০ শয্যা হাসপাতাল নির্মাণ হবে: প্রধামন্ত্রী

যশোর শামসুল হুদা স্টেডিয়ামে মাননীয় প্রধামন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যা হাসপাতাল নির্মাণের প্রাথমিক কাজ শেষ হয়েছে। দ্রুতই সেখানে হাসপাতাল নির্মাণ কাজ শুরু হবে। আর স্টেডিয়ামের অবস্থা খুব খারাপ। জরাজিন্ন ও ঝুঁকিপূর্ণ এটাকে আমরা ১১ স্তর বিশিষ্ঠ স্টেডিয়াম করে দেবো।

আরো পড়ুন:
কুকুর থেকে সাবধান, আমরা বলব বিএনপি থেকে সাবধান: ওবায়দুল কাদের

আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) যশোর জেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যশোরে ইপিজেড হচ্ছে, এতে ব্যাপক কর্মসংস্থান হবে: প্রধানমন্ত্রী তিনি আরো বলেন, ‘অভয়গরে ইপিজেট করে দিচ্ছে। সেখানে ৫০০ একর জমি নেয়া হয়েছে। সেখানে বহু মানুষের কর্মস্থান হবে। বিশেষ অর্থনৈতিক অঞ্চল হবে। যুব সমাজের জন্য আমরা অনেক কিছু করেছি।

শুধু চাকরি খুজলে হবে না। কর্মস্থান ব্যাংক করে দিয়েছি। জামানত ছাড়া ঋণ পাওয়া যাবে। নিজের পায়ে দাঁড়াতে হবে। কেউ বেকার থাকবে না। কেউ কিছু না কিছু করতে পারবে। আমরা সেটা করে দিয়েছি।

নভেম্বর ২৪, ২০২২ at ১৮:৪৬:০০(GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/ইমস