প্রস্তুত হোন খেলা হবে, যশোরে কাদের বললেন

আগুন নিয়ে খেলতে এলে ছাড়ব না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খেলা হবে লুটপাটের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে। ডিসেম্বর আসছে সবাই প্রস্তুত হন। খেলা হবে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে যশোরের শামসুল হুদা স্টেডিয়ামে আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি। বিএনপি বেইমান ও বিশ্বাসঘাতকের দল আখ্যা দিয়ে ওবায়দুল কাদের বলেন, এরা বঙ্গবন্ধুকে খুন করেছে। এরা জেলহত্যা সংগঠিত করেছে। এরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। ওরা খুনি ওরা ঘাতক। পলাশীর মীরজাফর জিয়া। সে বিশ্বাসঘাতক। সে পিছনে না থাকলে কারো সাহস ছিল না বঙ্গবন্ধুকে হত্যা করার।

আরো পড়ুন:
মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়ে বিএনপি নিজেদের উন্নয়ন করেছে

ওবায়দুল কাদের বলেন, বিএনপির মুখে গণতন্ত্র, নির্যাতনের কথা মানায় না। তারা আমাদের নেতাকর্মীদের হত্যা করেছে। এদের বিরুদ্ধে খেলা হবে। আগুন নিয়ে খেলতে আসলে ছাড়ব না। খেলা হবে। তিনি আরও বলেন, ফখরুলের মন খারাপ। তার মনে বড় জ্বালা। শেখ হাসিনা পদ্মাসেতু করেই ফেলল। এখন দুই ঘণ্টায় যশোরে আসা যায়। যশোর-খুলনা সড়কের অবস্থা ভালো না জানিয়ে সংশ্লিষ্টদের হুঁশিয়ারি দিয়ে সড়কমন্ত্রী বলেন, এক মাসের মধ্যে ঠিক না হলে খবর আছে। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন, অর্জন বাঁচাতে হলে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।

ডিসেম্বর ২৪.২০২১ at ১৬:২৯:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর