যশোর আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা: প্রস্তুত দক্ষিণাঞ্চলবাসী, দাবি আর প্রত্যাশা অনেক

আজ যশোর আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা‘কে বরণ করে নিতে প্রস্তুত যশোরসহ দক্ষিণাঞ্চল বাসী। আজ বিকাল ৩ টায় যশোর স্টেডিয়ামে নৌকা আকৃতিতে তৈরি বিশালমঞ্চে স্মরণকালের বৃহৎ এ জনসভায় ভাষণ দেবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর এ ভাষণ প্রচারের লক্ষ্যে কলরেডি‘র ব্যবস্থাপনায় শহর জুড়ে তিন শতাধিক মাইক প্রতিস্থাপনসহ ১০ টি বড় এলইডি স্ক্রীন স্থাপন করা হয়েছে। এরই মধ্যে যশোর শহর ও শহরতলীতে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা জোরদারসহ চার স্থরের নিরাপত্তাবলায় রয়েছে। দাবি আর প্রত্যাশা নিয়ে প্রধানমন্ত্রীর মূখপানে চেয়ে রয়েছেন যশোরবাসসহ এ অঞ্চলের আমজনতা।

আরো পড়ুন:
প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে ঝিকরগাছার কায়েমকোলাতে প্রচার মিছিল

তাদের দাবির মধ্যে উল্লেখযোগ্য, যশোর পৌরসভাকে সিটি কর্পোরেশন ঘোষণা, যশোর মেডিকেল কলেজ ৫শ’ শয্যা বিশিষ্ট হাসপাতাল বাস্তবায়ন, ভবদহ অঞ্চলের সমস্যার স্থায়ী সমাধান, সংস্কৃতি বিশ্ববিদ্যালয় ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করাসহ অন্যান্যা।

ডিসেম্বর ২৩.২০২১ at ১০:০০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর