গোলশূন্য ড্র, ক্রোয়েশিয়া-মরক্কো

বাংলাদেশ সময় বুধবার (২৩ নভেম্বর) বিকেল ৪টায় মুখোমুখি হয় মরক্কো ও ক্রোয়েশিয়া। হাড্ডাহাড্ডি লাড়াই হয়েছে ক্রোয়েশিয়া ও মরক্কোর ম্যাচটি। প্রথমার্ধে কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধে ছিল আক্রমণ পাল্টা আক্রমণের হিড়িক। তবুও শেষ পর্যন্ত দু’দলই গোলশূন্য ড্র করেই সন্তুষ্ট থাকতে বাধ্য হয়। বুধবার (২৩ নভেম্বর) কাতার বিশ্বকাপের ‘এফ’ গ্রুপের প্রথম ম্যাচে দু’দলের লড়াই ছিল প্রায় সমানে সমান।

আরো পড়ুন:
নবাবগঞ্জে ভূ-উপরিস্থ পানি উন্নয়নে কৃষকদের প্রশিক্ষণ দিচ্ছে বিএমডিএ

আর্জেন্টিনার সাথে সৌদি আরবের র‍্যাংকিংয়ে বড় পার্থক্য থাকলেও ক্রোয়েশিয়ার চেয়ে খুব বেশি পিছিয়ে নেই মরক্কো। ফিফা র‍্যাংকিংয়ে ক্রোয়েশিয়ার চেয়ে ১০ ধাপ পিছিয়ে থাকা মরক্কো ক্রোয়েশিয়াকে হারিয়েই বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিতে মরিয়া।

ডিসেম্বর ২৩.২০২১ at ১৮:০৩:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর