শুরু হয়েছে শীত, ভাঙ্গুড়ায় বেড়েছে গরম কাপড় বিক্রি

পাবনার ভাঙ্গুড়ায় শীতের শুরুতেই ফুটপাতে জমে উঠেছে শীতের গরম কাপড়ের কেনাকাটা। আর কম মূল্যে এসব পোশাক কেনার জন্য ভিড় করছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষজন। বুধবার (২৩ নভেম্বর) সরেজমিনে ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর বাজারের সাপ্তাহিক হাঁটে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়-শিশু, নারী, পুরুষসহ সব বয়সের মানুষের শীতের পোশাক রয়েছে দোকানগুলোতে।

আরো পড়ুন:
আর্জেন্টিনা ও সৌদি আরবের খেলাকে কেন্দ্র করে ২ কিশোরকে কুপিয়ে জখম 

শীতবস্ত্র কিনতে আসা সাইফুল ইসলাম নামে একজন জানান, শীত সবে শুরু হয়েছে। এখনি কাপড়ের যে দাম বৃদ্ধি পেয়েছে শীত বাড়লে নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে চলে যাবে ফুটপাতের গরম কাপড়। তাই আগে ভাগেই কিনতে এসেছি।

ফুটপাতের দোকানদার ইসমাইল হোসেন খাঁ আল-কাদরী দেশ দর্পণ কে বলেন, এখনো তেমন একটা শীত পড়েনি। তারপরও বিক্রি ভালোই হচ্ছে। তবে গত শীতে মানুষ যে মূল্যে গরম কাপড় কিনেছে এবার তা পাবে না। কারণ গতবারের চেয়ে কাপড়ের দাম বেশি ধরছে পাইকাররা। তাই এবারের দাম একটু বেশি।

ডিসেম্বর ২৩.২০২১ at ১৪:০৯:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর