যশোরে সদর উপজেলায় ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি, অলিম্পিয়াড সপ্তাহ সম্পন্ন

৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি, অলিম্পিয়াড সপ্তাহে উপজেলা পর্যায়ে যশোর সদরে জুনিয়র গ্রæপে প্রকল্প উপস্থাপনে এমএসটিপি স্কুল অন্ড কলেজের দশম শ্রেণির দিপান্বিতা রায় প্রথম, ষষ্ঠ শ্রেণির এস এম জাওয়াদ দ্বিতীয় ও রুপদিয়া ওয়েলফেয়ার একাডেমীর সাজিন আহমেদ জয় তৃতীয় হয়েছে। সিনিয়র গ্রুপে যশোর পলিটেকনিক কলেজের নাজমুল হুসাইন প্রথম, যশোর সরকারি মহিলা কলেজের জান্নাতুল ফেরদৌস ফারিয়া দ্বিতীয় ও যশোর ক্যান্টনমেন্ট কলেজের মারুফ আল মিসবাহ তৃতীয় হয়েছে।

অরো পড়ুন:
যশোরে শেখ হাসিনার জনসভা সফল করতে বাঁকড়ায় বিশাল প্রচার মিছিল

বিশেষ গ্রুপে শিবলী আল নোমান প্রথম, সাজিন আহমেদ জয় দ্বিতীয় হয়েছে। কুইজ প্রতিযোগিতায় দাউদ পাবলিক স্কুলের হাসিন শাহরিয়ার আকাশ প্রথম, জিলা স্কুলের আহমদ রেজা রুম্মান দ্বিতীয় ও পুলিশ লাইন স্কুলের সৈকত রায়হান তৃতীয় হয়েছে।মঙ্গলবার (২২ নভেম্বর) প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সহকারি কমিশনার (ভূমি) ডা. মাহমুদুল হাসান।

বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার একেএম গোলাম আযম। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন জিলা স্কুলের প্রধান শিক্ষক শোয়াইব হোসেন ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা এম রবিউল ইসলাম। প্রতিযোগিতায় সদর উপজেলা বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।

ডিসেম্বর ২২.২০২১ at ১৯:২৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর