ঝিনাইদহে আইনজীবীদের হামলায় এক আইনজীবী আহত

ঝিনাইদহে আইনজীবীদের হামলায় তবিবুর রহমান এম টি নামের একজন আইনজীবী আহত। আহত আইনজীবী তবিবুর রহমান এমটি এর সাথে কথা বলে জানা যায় যে আজ মঙ্গলবার বেলাবারোটার দিকে একটি মামলার জামিনের ঘটনাকে কেন্দ্র করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের মধ্য থেকে ধরে নিয়ে এসে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের গেটের রাস্তার উপরে ,অ্যাডভোকেট সবুজ ,অ্যাডভোকেট মনজুরুল হাসান শিমুল সহ আরো ৫-৭ জন আইনজীবী তাকে মারধর করে।

আরো পড়ুন:
সিংগাপুরে জনশক্তি রপ্তানী: অনুসন্ধানে বেড়িয়ে এলো থলের বিড়াল!

এই ঘটনা নিয়ে ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট শামসুর রহমান লাকি এর সাথে কথা বলে ঘটনা জানতে চাইলে সে বলে যে এখন এখন সভাপতি উপস্থিত নাই তাই আমি ঘটনা নিয়ে কিছু বলতে পারব না। তার কিছুক্ষণ পর ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রবিউল ইসলামের সাথে কথা বললে সে বলে যে ঘটনার সময় আমি আইনজীবী সমিতি মিলনায়তনে উপস্থিত ছিলাম না।

তবে ঘটনা সত্য বলে তিনি স্বীকার করেন। তবে কোন মন্তব্য করতে রাজি হয়নি। এই ঘটনা নিয়ে ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির অনেক সদস্য এর মধ্যে ক্ষোভ লক্ষ্য করা যায়। তারমধ্যে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট লিয়াকত আলী উল্লেখযোগ্য।

ডিসেম্বর ২২.২০২১ at ১৮:২৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর