ঘোড়াঘাটে দুই গরু চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

দিনাজপুরের ঘোড়াঘাটে একটি চোরাই গরুসহ দুই চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। ২১ নভেম্বর সোমবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার চাটশাল গ্রামের ছাবেদ আলীর গোয়াল ঘর থেকে লাল রংয়ের আনুমানিক ৫০ হাজার টাকা মূল্যের একটি গাভী গরু চুরি হয়ে যায়।

আরো পড়ুন:
শৈলকূপায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণে ব্যপক অনিয়মের অভিযোগ 

চুরি হয়ে যাওয়ার বিষয়টি জানতে পেরে গরুর মালিক ছাবেদ আলী ও গ্রামবাসী অনেক খোঁজাখুজি করে চাটশাল গ্রামের ফসলের মাঠ থেকে দুই চোর সহ গরু উদ্ধার করে। পরে স্থানীয় জনতা গরু চোরদের গণধোলাই দিয়ে ঘোড়াঘাট পুলিশে সোপর্দ করে। পুলিশ আহত অবস্থায় গরু চোরদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নেয়।

আটককৃতরা হলেন, উপজেলার দামোদরপুর শৌলা গ্রামের মৃত বরিস উদ্দিনের পুত্র সামসুল আলম (৫০) ও চাটশাল সোনার পাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র মান্নান মিয়া(৩৫)। বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির বলেন, গরু চোরদের বিরুদ্ধে ৪৫৭,৩৮০ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।

ডিসেম্বর ২২.২০২১ at ১৬:০৩:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর